রাজু হাওলাদার || বৃহস্পতিবার ১৩ মার্চ বিকাল ৫ টায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে খুলনা-৩ আসনের ধানের শীষ এর কান্ডারী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী ছাত্র বিষয়ক সম্পাদক, খুলনার গণ মানুষের নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ভাইয়ের নির্দেশনায় সম্মানিত রোজাদারদের মাঝে খুলনা সদর থানা ছাত্রদলের আহবায়ক মোঃ শাকিল আহমেদ এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু, শ্রমজীবী, অসহায় ও ছিন্নমূল মানুষদের ইফতার বিতরণ করা হয়।
এ বিষয়ে সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো: শাকিল আহমেদ বলেন, সুবিধাবঞ্চিত শিশু, শ্রমজীবী, অসহায় ও ছিন্নমূল মানুষদের নিয়ে ইফতার একটি মানবিক উদ্যোগ, যা সমাজের সামাজিক দায়িত্বশীলতা ও সহানুভূতির পরিচায়ক। আমাদের সমাজে অনেক এমন মানুষ রয়েছে যারা আর্থিক বা সামাজিক কারণে পরিবারের সাথে সঠিকভাবে ইফতার করার সুযোগ পায় না। ইফতার শেয়ার করা শুধুমাত্র খাবার ভাগাভাগি নয়, বরং এটি একটি মর্মস্পর্শী সামাজিক বন্ধন প্রতিষ্ঠা, যাতে সুবিধাবঞ্চিত শিশু, শ্রমজীবী, অসহায় ও ছিন্নমূল মানুষদের মুখে হাসি ফোটানো যায়।
তিনি আরো বলেন, এই ধরনের আয়োজন আমাদের শেখায় যে, একটি সমাজে সবাইকে সহানুভূতির সাথে জীবন কাটানো উচিত, এবং অল্প অল্প সহযোগিতায় বড় পরিবর্তন আনা সম্ভব। ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন এর মধ্যে এমন ভালো উদ্যোগের হাজারো প্রতিযোগিতা হোক।
এ সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও মহিলাদল সহ অনন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ শাকিল আহমেদ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।