এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার|| বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির ও সাতক্ষীরা-৩ আসনের নমিনী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, “হিসাব করে যাকাত না দিলে কেয়ামতের দিন কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। বিষধর সাপ গলায় ও মাথায় দংশন করবে।”
শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টায় আশাশুনি মহিলা কলেজ অডিটরিয়ামে উপজেলা জামায়াত আয়োজিত “রোজা ও যাকাতের তাৎপর্য” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। যাকাত ৮টি নির্ধারিত খাতে দিতে হবে।
ব্যাংক স্থায়ী আমানত, কৃষিজ ফসলের উশর, ৪৩ লক্ষ আয়কর দাতার সম্পদ, ব্যাংক মুনাফা ও কোম্পানির লাভের অংশ থেকে বছরে ৮৫ হাজার কোটি টাকা যাকাত সংগ্রহ করা সম্ভব।দারিদ্র্য বিমোচনে যাকাত: বছরে ৫ লাখ টাকা করে দিলে দেশের ৪৮ লক্ষ ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসিত হতে পারে।
৫ বছর সুষ্ঠু যাকাত বণ্টন করলে দেশে দারিদ্র্যরেখার নিচে কোনো পরিবার থাকবে না ইনশাআল্লাহ। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।আরও বক্তব্য রাখেন: মাওলানা আবু বকর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান,এডভোকেট আব্দুস সোবহান মুকুল, জেলা শুরা সদস্য,মাওলানা নুরুল আফসার মুরতাজা, উপজেলা নায়েবে আমির,মোঃ রুহুল আমিন, সাবেক অধ্যক্ষ, আশাশুনি সরকারি কলেজ,মাওলানা রুহুল কুদ্দুস, অফিস সেক্রেটারী,মাওলানা শহিদুল ইসলাম, বাইতুলমাল সেক্রেটারী, এ বিএম আলমগীর পিন্টু, আই বি ডাব্লিউ এফ সভাপতি
প্রধান অতিথি রবিউল বাশার বলেন, “শাড়ি-লুঙ্গি বিতরণ করে যাকাত আদায় হয় না। যাকাত একটি সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। ইসলামের এই বিধান যথাযথভাবে বাস্তবায়ন করলে দেশ থেকে দারিদ্র্য চিরতরে মুছে যাবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।