মোঃ সাইফুল্লাহ বাবু || বিভিন্ন রাজৈনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক এবং গনমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে গতকাল (১৪ই মার্চ’২৫) শুক্রবার আমজনতার দল এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খুলনা মহানগরীর বৈকালি জানাজা চত্তরে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আমজনতার দল এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিনিধি ও খুলনা বিভাগীয় সমন্বয় কবি ও সাংবাদিক মোঃ সাইফুল্লাহ বাবুর সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন আমজনতার দল, এর কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ তারেক রহমান। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর সমাজকল্যান সেক্রেটারী ইকবাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সেল সদস্য মোঃ নাজমুল হোসেন। উপস্থিত ছিলেন, আমজনতার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিনিধি ও খুলনা বিভাগীয় সমন্বয় তামান্না ফেরদৌস শিখা,মীর কুরবান,আব্দুল হালিম, ইয়াফেজ দ্বীপ, হামেদুর রহমান রাজিব, মোঃ তুহিন ইসলাম, জহির, প্রান্ত কান্ত রুদ্র, রবিউল, ডলার মাহমুদ, মিনহাজুল ইসলাম বরাত, তারিক তাহরিম,শেখ আব্বাস,বাসেত আলী মিঠু, নাইম প্রমুখ। কোরআন তেলওয়াত করেন আমজনতার দলের খুলনার সদস্য মিশকাত শরীফ।
প্রধান অতিথি আমজনতার দল এর কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ তারেক রহমান বলেন,জুলাই অভ্যুত্থানে আমাদের জনশক্তিরা ঐতিহাসিক অবদান রেখেছেন। ফ্যাসিজমের পতনের আন্দোলনে আমরা আমাদের অবস্থান থেকে ছাত্র-জনতার সাথে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা করেছি। একটি ইমারত নির্মাণের জন্য অনেক উপকরণের প্রয়োজন হয়। ইমারত নির্মাণে ছোট-বড় কোনো উপকরণকেই খাটো করে দেখার সুযোগ নেই। সবগুলো উপকরণের সংমিশ্রণেই একটি ইমারত নির্মিত হয়। তেমনি জুলাই অভ্যুত্থানও অনেক স্টেকহোল্ডারের সমন্বিত চেষ্টার মধ্য দিয়ে সফল হয়েছে।
এজন্য এ আন্দোলনে কোনো একক মাস্টারমাইন্ড নেই, কোনো একক নেতা নাই। আমরা মনে করি, এ আন্দোলনের মূল ক্রেডিট আমাদের শহীদ ও আহত হওয়া ভাইরা। এখন আমাদের কাজ হচ্ছে জুলাইয়ের সে স্পিরিটের আলোকে নতুন বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখা। তিনি দেশবাসীকে ভারতীয় পণ্য বর্জন করার আহবান জানান। আসন্ন ঈদে ভারতীয় পণ্যের বদলে দেশের বা অন্য দেশের পণ্য ব্যবহার করতে তিনি সবাইকে অনুরোধ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।