বেনাপোল প্রতিনিধি || চলমান রমজানের মাসব্যাপী পবিত্র রমজানে বিএনপি ‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ওয়ার্ড পর্যায়ে ইফতার পার্টির আয়োজনের অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলার ৫ নং পুটখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৪) ই মার্চ বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু
এসময় তিনি বলেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে ছাত্র-জনতার শহীদের রক্তে বিনিময়ে অর্জিত আজকের এই বাংলাদেশ, বিগত ১৬ বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমাদের বাক স্বাধীনতা হরণ করে, আমাদের কন্ঠ অবরুদ্ধ করে রেখেছিল, আমাদের ছাত্র সমাজ আজ আমাদের মুক্ত বাতাসে, মুক্ত পরিবেশে, আজ পবিত্র রমজানের ইফতার পার্টিতে হাজির হতে পেরেছি। আমাদের নেতা আগামী দিনের ভাবী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে ওয়ার্ড পর্যায়ে ইফতার মাহফিল আয়োজন ও বাস্তবায়ন করার জোর তাগিদ দেন। পাশাপাশি তিনি তৃনমূল পর্যায়ে নেতাকর্মীদের হুশিয়ারি করে বলেন, সহিংসতা করে নিজেদের মধ্যে গ্রুপিং করা থেকে বিরত থাকার আহবান জানান। অন্যথায় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হব।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্টু, উপজেলা বিএনপি সহ দপ্তর সম্পাদক সাইদুর জামান, শার্শা দলিত লেখক সমিতির সাধারণ সম্পাদক বুলবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের রফিকুল ইসলাম, যুবদলের অমিত হাসান, ছাত্রদলের রাসেল হোসেন, সুজন হোসেন, ৫ নং ওয়ার্ড আহবায়ক কবিরুল ইসলাম, সদস্য সচিব ইতিমুদ্দৌলা, ওয়ার্ড বিএনপি নেতা সোলাইমান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন, আলমগীর কবির, মাষ্টার ফারুক হোসেন, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।