মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি || বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দীর্ঘ ১৬ বছর বিএনপি প্রতিটি রমজানেই ইফতার মাহফিলের আয়োজন করেছে। কিন্তু সেখানে আমরা ইচ্ছা থাকলেও আমাদের সমর্থক কিংবা শুভান্যুধায়ীদের আমন্ত্রণ জানানোর সুযোগ পাইনি।
কারণ, আমরা চাইনি ইফতার মাহফিলে এসে কেউ হয়রানির শিকার হোক কিংবা বিপদে পড়ুক। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজন এক হওয়ার সংস্কৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছি।যশোর শহরের ঘোপ তিন নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শনিবার জেল রোডের টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ঘোপের মানুষ কখনোই রাজনীতি নিয়ে পরস্পর বিরোধে জড়ায়নি। ধর্মীয় দিক থেকে কোনো মানুষে মানুষে রেখা টানিনি। ঘোপের মানুষ বড়দেরকে অসম্মান করার শিক্ষা কখনো পায়নি।গত ১৬ বছের ঘোপের মানুষের সেই সমাজকে নষ্ট করে দেয়া হয়েছিল পরিকল্পিতভাবে। ঘোপকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু।
তিন নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ফরহাদ আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও অংশ নেন লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, বিএনপি নেতা অ্যাডভোকেট জাফর সাদিক, নগর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা পারভিন আনু, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি সৈয়দ আলী আশফাক লনি, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, অর্থবিষয়ক সম্পাদক ইরমাক আব্বি আসাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসলাম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ইব্রাহিম হোসেন, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল বাশার সুজন, ওয়ার্ড মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, ওয়ার্ড যুবদলের সভাপতি মোর্শেদ আলী, সাংগঠনিক সম্পাদক শেখ সানিয়াত আরিফ নয়ন এবং ছাত্রদল নেতা নিয়াজ মাহমুদ শিশির।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।