ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে মুসলমান ধর্মাবলম্বিদের সব থেকে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উৎসবকে ঘিরে নতুন পোশাকের চাদিহা থাকে সবার মাঝে।
বৃদ্ধ থেকে শুরু করে নবজাতক সবাই চাই নতুন পোশাকের ছোয়া নিতে। তবে এই বড় উৎসবে উৎপাত হয় কিছু অসাধু ব্যবসায়ীর। ক্রেতা ঠকিয়ে অতিরিক্ত মুনাফা আয় করা যাদের মূল লক্ষ হয়ে দাড়ায়।
খুলনায় অবস্থিত বেশ কিছু ব্রান্ড শো-রুমের অবস্থা এমনই। এর মধ্যে একটি প্রতিষ্ঠান ‘আর্টিকেল’। ঈদ কেনাকাটাকে সুযোগ বানিয়ে ক্রেতার কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ে রমরমা ব্যবসা শুরু করেছেন তারা।
১৭ মার্চ, সোমবার, বেলা সাড়ে ১২টায় নগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত আর্টিকেল নামের একটি ব্রান্ড শোরুমে অভিযান চালায় ভোক্তা অধিকার ও সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তারা। সেখানে ধরা পড়ে ভোক্তাদের সাথে প্রতারনার নানা চিত্র। দেশে তৈরী পোশাককে বিদেশী বলে অতিরিক্ত দাম রাখা হচ্ছে এ শোরুমে।
যা সাধারন ক্রেতাদের নাগালের বাইরে। এছাড়াও কেনা দামের থেকেও ৩ গুণ বেশি দামে পণ্য বিক্রির সত্যতা পেয়েছে ভোক্তা অধিদপ্তর। সব মিলিয়ে এসব অপরাধের শাস্তি হিসাবে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের খুলনার উপপরিচালক মোঃ সেলিম।
এসময় তিনি বলেন, ভোক্তাদের ঠকিয়ে যারা ব্যবসা করছে তাদের কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না। এসব প্রতিষ্ঠান ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম রাখছে। পাশাপাশি দেশী পণ্যকে বিদেশী বানিয়ে ক্রেতাদের সামনে করা হচ্ছে উপস্থাপন। এতে ক্রেতারা প্রতারনার শিকার হচ্ছে। তাই তাদের জরিমানার আওতায় আনা হয়েছে।
পাশাপাশি আজ অভিযান চলমান রয়েছে। তবে ভোক্তারা প্রতারিত হবে এমন কোনো কাজ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এসময় অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ বেলা ১২টা থেকে শুরু হয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান। এসময় বেশ কিছু শোরুমে এ অভিযান চালানো হয়। এ অভিযানে আর্টিকেল ছাড়াও আর একটি শোরুম থেকে একই অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া বেশ কিছু শোরুমকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।