ডা: রাফসান জনি আবির|| ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) বিকেলে জাতীয় সংসদের এলডি হল মাঠে কয়েক হাজার চিকিৎসকের উপস্থিতিতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ড্যাবকে ঐতিহ্যবাহী সংগঠন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘এটা এমন একটা সংগঠন যে, নির্বাচনের মাধ্যমে কমিটি নির্বাচিত হয়েছে, আগামী কমিটিও নির্বাচনের মাধ্যমেই হোক এটাই আমরা চাই।’
‘তার চেয়ে বড় চাওয়া আপনাদের কাছে, মানুষ বিপদে পড়ে মুক্তির আশায় আপনাদের কাছে আসেন। তারা আপনাদের শ্রদ্ধা করেন, বিশ্বাস করেন, সম্মান করেন। আপনারা কিছু বললে তারা গুরুত্ব দেন। আপনারা দয়া করে তাদেরকে বলুন যে, দেশ দীর্ঘ আন্দোলন লড়াইয়ের মাধ্যমে একটি পরিবর্তন অর্জন করেছে।
১৯৭১ এর মুক্তিযুদ্ধের মালিকানা নিয়ে একটি বিশেষ দলের যে অপচেষ্টা ছিল, এটা আমাদেরকে খুব ক্ষতিগ্রস্ত করেছিল এবং তারা নিজেরাও তা ভোগ করতে পারেনি, ছেড়ে দিতে হয়েছে’—যোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
নজরুল ইসলাম খান বলেন, ‘আজকে আমরা একটি অপচেষ্টা দেখছি, দীর্ঘ বছরের পর বছর ধরে আন্দোলন সংগ্রাম করতে করতে একটা পর্যায়ে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা পরিবর্তন অর্জন করেছি। লড়াইয়ের শেষ পর্যায়ে এ দেশের সচেতন ছাত্র সমাজের ভূমিকা আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে স্মরণ করি। কিন্তু এই লড়াইয়ের বিজয়, এই অর্জন সারাদেশের সব মানুষের। আপনাদের সবারই এখানে অবদান আছে।
আপনারা বলুন, মূল উদ্দেশ্য গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা। এক দফার দাবি ছিল ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা। ফ্যাসিবাদের পতনের মাধ্যমে এর একটি অর্জিত হয়েছে, কিন্তু গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। এ ব্যাপারে যে কোনো ষড়যন্ত্র, অপচেষ্টা রুখে দিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
ইফতার মাহফিলে সর্বস্তরের চিকিৎসকদের পদোন্নতির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে অধিদপ্তর কাজ করছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। বলেন, এর আওতায় বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো চিকিৎসকদের সাত হাজার সুপারনিউমেরারি পদ সৃষ্টি প্রক্রিয়াধীন রয়েছে।
স্বাস্থ্য মহাপরিচালক বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় তথা স্বাস্থ্য অধিদপ্তর সর্বস্তরের চিকিৎসকদের পদোন্নতির জন্য দিন-রাত কাজ করে যাচ্ছে। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সাত হাজারের বেশি সুপারনিউমেরারি পোস্ট সৃষ্টি প্রক্রিয়াধীন রয়েছে। এর এক তৃতীয়াংশ ইতিমধ্যে জনপ্রশাসন অর্থ মন্ত্রালয়ে গিয়েছে। আর এক তৃতীয়াংশ স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছে। বাকি এক তৃতীয়াংশ আমরা ২/১ দিনের মধ্যেই মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো। এ ছাড়া ৫২টি বিষয়ের এসএসবির জন্য কাগজপত্র মন্ত্রণালয়ে আছে।’
তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, আসলে স্বাস্থ্য ক্যাডার অন্যান্য ক্যাডারের মতো স্টেট ফরওয়ার্ড না। আমাদের পোস্ট গ্র্যাজুয়েশনের যেমন প্রয়োজন আছে, যারা প্রজেক্টের, সেসব অ্যাডহক চিকিৎসকদের নিয়েও মন্ত্রণালয়ে মিটিং হচ্ছে। ডা. জাহিদ, শাকিল, ডা. বিদ্যুৎ—তারা এ সংক্রান্ত কমিটিতে আছেন। পদোন্নতির জন্য আগামীকাল মঙ্গলবার বিশেষ সহকারী মহোদয়ের সভাপতিত্বে আমাদের আরেকটা আলোচনা সভা আছে, যেখানে ড্যাব, এনডিএফ এবং নাগরিক পার্টিও থাকবে। আমরা আশা করছি, শিগগিরই দৃশ্যমান কিছু পদোন্নতি চিকিৎসকদের হবে।’
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি ছিলেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য, ড্যাবের প্রধান উপদেষ্টা এবং জেডআরএফ’র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।