মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি || যশোরে ফতেপুর ইউনিয়ন আয়োজিত বাংলাদেশ জামায়াত ইসলামের ইফতার দোয়া মাহফিল ও বদর দিবস অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার ১৮ মার্চ বিকালে হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ইফতার মাহফিল আয়োজন করে ফতেপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃবৃন্দ।এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদের বাংলাদেশ জামায়াতে ইসলামী ফতেপুর ইউনিয়নের উদ্যোগে হামিদপুর স্কুল মাঠে ইউনিয়ন আমির আবদুল কুদ্দুসের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুর রহিম, মাওলানা আব্দুল জলিল, ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মঈনুদ্দিন, অধ্যাপক আহকাম, তৌফিক হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বৈষম্যহীন, অন্যায়-অবিচার ও দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠনে জামায়াতে ইসলামীর পতাকা ধরে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।