মোঃ মাহাতাবুর রহমান, বার্তা সম্পাদক|| রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা আমাদের জন্য কতটুকু আশীর্বাদ বা অভিশাপ সেটা সময় বলে দেবে। তবে একটা বিষয় নিশ্চিত করে বলা যায় এই প্রজেক্টের দুর্নীতি বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ের মতোই চলমান।
এই প্রজেক্টের ডাইরেক্টর হিসেবে আছেন রাশিয়ান নিফোনতব মিখাইল ভালেরেবিচ। আর ডাইরেক্টর হিসেবে এখনো বহাল আছেন সৈয়দ নুর ই রাকিব। এই রাকিব গাজীপুরের ছেলে এবং ছাত্রলীগের নেতা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের “বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনের” অধীনে “Atomstroy Export” এর সাব কন্ট্রাক্টর রাশিয়ান প্রজেক্টের কোম্পানি “JSC Orgerargostroy” এর প্রজেক্ট ডাইরেক্টর নিফোনতব এবং ডাইরেক্টর রাকিব। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ডাইরেক্টর সৈয়দ নুর ই রাকিব শত শত কোটি টাকা লোপাটের এবং নিয়োগ বানিজ্যের অন্যতম হোতা।
এখনও সৈয়দ নুর ই রাকিব প্রজেক্ট ডাইরেক্টর এর সহযোগিতায় লুটপাট করে যাচ্ছেন। অবিলম্বে বর্তমান সরকার প্রজেক্ট ডাইরেক্টর ও ডাইরেক্টর সৈয়দ নুর ই রাকিব এর অপকর্মের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন এটাই সবার প্রত্যাশা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।