মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি || পিকআপসহ ৪ গরু উদ্ধার যশোর চৌগাছায় পুলিশের সাহসী অভিযানে আন্তঃজেলা গরু চোরচক্রের তিন সদস্য গ্রেফতার হয়েছে। এ ঘটনায় পুলিশের তৎপরতায় চুরি যাওয়া চারটি গরু ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়,চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের টহল দল চৌগাছার পুড়াপাড়া ফিলিং স্টেশনের কাছে একটি পিকআপ ভ্যানকে চ্যালেঞ্জ করলে চোরচক্রটি পালানোর চেষ্টা করে। পুলিশের টহল গাড়িকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালাতে গিয়ে পিকআপটি কাদায় আটকে যায়। তখন পাঁচজন চোর ধানক্ষেতে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে বশির শেখকে (৩৯) আটক করে। পরে পিকআপে তল্লাশি চালিয়ে দুইটি গাভী ও দুইটি বাছুর, তালা ভাঙার সরঞ্জামসহ বিভিন্ন চৌকাঠ উদ্ধার করা হয়।
এসময় এস আই আশরাফ, চৌগাছা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশিদুল ইসলাম রিতমসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।এদিকে,পালিয়ে যাওয়া অপর চোর বাবুল শেখ (৫০) আশ্রয় নেয় আন্দারকোটা গ্রামের একটি কলাবাগানে। সকালে কৃষক আব্দুল খালেক তাকে দেখে প্রশ্ন করলে সে আক্রমণ চালায়। কৃষকের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে বাবুল শেখকে আটক করে গণপিটুনি দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ অভয়ন গরের বাবলু (৫০) নামে আরও একজনকে গ্রেপ্তার করে, যিনি চোরাই গরু কিনে মাংস বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। ইছাপুর বটতলা থেকে স্থানীয়রা একটি ইজিবাইক ও বড় বকনা ছাগলসহ এক ছাগল চোরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
চৌগাছা থানার এসআই মেহেদী হাসান মারুফ বাদী হয়ে গ্রেপ্তার তিনজনসহ চোরচক্রের বিরুদ্ধে পেনাল কোডের ৪৫৭/৩৮০/৪১১ ধারায় মামলা করেন।চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান,পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে চোরদের গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।