ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || ডুমুরিয়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (২০ শে মার্চ) বিকাল সাড়ে ৪টায় জামায়াত অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমীর মাওলানা মুখতার হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, থানা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান ও গাজী সাইফুল্লাহ, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রশিদ বিশ্বাস ও মাওলানা ফরহাদ আল মাহমুদ।
অনুষ্ঠানে ডুমুরিয়া ও আশপাশের বিভিন্ন প্রেসক্লাবের অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, চুকনগর প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমীন, সাবেক সভাপতি বিলায়েত হোসেন, নয়াদিগন্ত প্রতিনিধি আনোয়ার হোসেন আকুঞ্জি, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মঈন উদ্দীন, ইত্তেফাক প্রতিনিধি আবদুস সালাম, শেখ সিরাজুল ইসলাম (সময়-এর খবর), সুব্রত ফৌজদার (যায়যায়দিন), সুজিত মল্লিক (প্রবাহ), মনিরুল ইসলাম (সময়ের খবর), আশরাফুল আলম, আরিফুজ্জামান নয়ন (খুলন্ঞ্চাল), রফিকুল ইসলাম (জন্মভূমি), ফরিদুর ইসলাম (দৈনিক যশোর), ইব্রাহিম রেজা (গ্রামের কাগজ), আবদুল সালাম (সময়ের খবর), ইমরুল ইসলাম (খুলনার খবর) সরদার বাদশা (খুলনার সময়ের খবর), নূর মোহাম্মদ লিটু (দৈনিক অভয়নগর) জাহিদুর ইসলাম বিপ্লব (পূর্বাঞ্চল), চুকনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুসসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালিত হয় এবং ইফতার পরিবেশন করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।