মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি || যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও ২৩ মামলার আসামি ভাইপো রাকিবকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার রাত নয়টা ১৫ মিনিটে ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে একটি টিম যশোর বেজপাড়া এলাকা থেকে তাকে আটক করে ।কাজী রাকিব ওরফে ভাইপো রাকিব শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে।
ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা জানান,ভাইপো রাকিব যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি হত্যা, সাতটি অস্ত্র,চারটি বিস্ফোরক,চাঁদাবাজিসহ ২৩ টি মামলা রয়েছে। তারমধ্যে কয়েকটি মামলায় তিনি ওয়ারেন্ট ভুক্ত আসামি।২০১৫ সালের একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে।অভিযানে এসআই শেখ আবু হাসান অংশ নেন।
উল্লেখ্য,সন্ত্রাসী ভাইপো রাকিবকে এর আগে একাধিকবার পুলিশ আটক করেছে। পরে জামিনে বের হয়ে ফের একই অপকর্মে জড়িয়ে পড়েন তিনি। পুলিশ জানিয়েছে, সম্প্রতি তিনি গুলিবিদ্ধ হন। তাকে ঢাকাতে নেয়া হয়। যশোরে ফিরে তিনি ফের অপকর্মে জড়িয়ে পড়েন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।