পরেশ দেবনাথ,বিশেষ প্রতিনিধি || ডুমুরিয়া উপজেলার সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়েত ইসলামীর ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়েত ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে ডুমুরিয়া জামায়েত ইসলামীর নিজস্ব কার্যালয়ে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়েত ইসলামী ডুমুরিয়া শাখার আমীর মাওঃ মুখতার হুসাইন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়েত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার (সাবেক এমপি)।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টায় আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকতার গুরুত্ব,গণমাধ্যমের স্বাধীনতা ও সমাজ বিনির্মাণে সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা সেক্রেটারি মুনসী মিজানুর রহমান, থানা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান,গাজী সাইফুল্লাহ,সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম,সহ-সেক্রেটারি আব্দুর রশিদ বিশ্বাস ও মাওলানা ফরহাদ আল মাহমুদ।
অনুষ্ঠানে ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, চুকনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমীন, সাবেক সভাপতি বিলায়েত হোসেন, নয়াদিগন্ত প্রতিনিধি আনোয়ার হোসেন আকুঞ্জি,দৈনিক সংগ্রামের প্রতিনিধি মঈন উদ্দীন, ইত্তেফাক প্রতিনিধি আবদুস সালাম,শেখ সিরাজুল ইসলাম (সময়-এর খবর), সুব্রত ফৌজদার (যায়যায়দিন), সুজিত মল্লিক (প্রবাহ), মনিরুল ইসলাম (সময়ের খবর), আশরাফুল আলম,আরিফুজ্জামান নয়ন (খুলনাঞ্চল), রফিকুল ইসলাম (জন্মভূমি), ফরিদুর ইসলাম (দৈনিক যশোর), ইব্রাহিম রেজা (গ্রামের কাগজ),আবদুল সালাম (সময়ের খবর), ইমরুল ইসলাম (খুলনার খবর) সরদার বাদশা (খুলনার সময়ের খবর), নূর মোহাম্মদ লিটু (দৈনিক অভয়নগর) জাহিদুর ইসলাম বিপ্লব (পূর্বাঞ্চল), সুমন ব্রহ্ম, অরূন দেবনাথ, চুকনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুসসহ ডুমুরিয়া ও আশপাশের বিভিন্ন প্রেসক্লাবের অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়েত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার (সাবেক এমপি) বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে কাজ করাই তাদের প্রধান দায়িত্ব। রমজান আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয়, আর এই শিক্ষা নিয়ে সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।”
বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা,সাংবাদিকদের চ্যালেঞ্জ ও নিরপেক্ষতা বজায় রাখার গুরুত্ব নিয়েও আলোচনা করেন। তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সত্যের পথে অবিচল থাকা প্রতিটি সংবাদকর্মীর নৈতিক দায়িত্ব। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করা হবে।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা এবং ইফতার পরিবেশন করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।