এস এম তাজুল হাসান সাদ,স্টাফ রিপোর্টার|| সাতক্ষীরার আশাশুনি থানার পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এক আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুজনের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
২১ মার্চ ২০২৫ তারিখে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নোমান হোসেন-এর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদ, এএসআই (নিঃ) মোঃ হান্নান মিয়া ও এএসআই (নিঃ) মোঃ আঃ সালামসহ সঙ্গীয় ফোর্স।
গোয়ালডাঙ্গা এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার হন মোঃ আছাদুল বিশ্বাস (৪০), পিতা-মৃত মোকাম বিশ্বাস, সাং-বড়দল, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা নং-১৫(৩)২৫ রুজু করা হয়েছে।
আরার এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার হন মোঃ শিমুল হাসান (২১), পিতা-মোঃ নাজিমুদ্দীন মালী, সাং-আরার, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা নং-১৬(৩)২৫ রুজু করা হয়েছে।
একটি নিয়মিত মামলায় ৮নং খাজরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আব্দুস সাত্তার সরদার (৬৪), পিতা-মৃত জয়নুদ্দিন সরদার, সাং-তুয়ারডাঙ্গা, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা, থানার এলাকা থেকে গ্রেফতার হন। তার বিরুদ্ধে মামলা নং-২০(৭)২৪ রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত তিন আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে আশাশুনি থানার ওসি জনাব মোঃ নোমান হোসেন নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।