মোঃ মনির খান স্টাফ রিপোর্টার|| আজ ২১ /৩ /২০২৫ সে মার্চ রোজ শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় খুলনা মহানগর যুব অধিকার পরিষদের আওতাধীন সকল থানার আহ্বায়ক কমিটির প্রতিনিধিদের নিয়ে নগরীর সোনাডাঙ্গাস্থ “নবপল্লী কমিউনিটি সেন্টারে” প্রতিনিধি সভা শেষে বিকাল ৩.০০ ঘটিকায় বাইক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি নগরীর সোনাডাঙ্গা থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে শেষ হয়।
প্রতিনিধি সভাটি যুব অধিকার পরিষদের নগর সভাপতি এইচ এম তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইজিদ হোসেনের সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ রুবেলের ব্যবস্থাপনায় অনষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মুন, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-বিদ্যুৎ খনিজ ও জ¦লানী বিষয়ক সম্পাদক জনাব এস কে রাশেদ, খুলনা মহানগর গণ অধিকার পরিষদের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক বিদার শিকদার, রবিউল ইসলাম পলাশ, প্রফেসর আব্দুস সালাম, শ্রমিক অধিকার পরিষদ খুলনা মহানগরের সভাপতি রূহুল আমিন ও জেলা শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, যুব অধিকার পরিষদ খুলনা মহানগর কমিটির সহ সভাপতি খাইরুল ইসলাম, দপ্তর সম্পাদক নাইম সরদার, অর্থ সম্পাদক তানভীর হোসেন, ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগরের সহ সভাপতি মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়েত শেখ, রেজওয়ানুল হক রাদ, রবিউল ইসলাম রবি, আবু হানিফা এবং জেলা যুব অধিকার পরিষদের লিয়াকত হোসেন, লিটন হোসেন, ইমরান হোসেন, আল আমিন মোড়ল, ফিরোজ রেজা এবং প্রতিটি থানা ও ওয়ার্ড কমিটির সকল আহবায়ক, সদস্য সাচব ও সদস্যসহ ৫০০ শতাধিক নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।