মোঃফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি||খুলনা জেলার কয়রা উপজেলার চারিদিকে সুন্দরবন ও নদী দ্বারা বেষ্টিত। তিন লক্ষাধিক জনঅধ্যুষিত উপকূলীয় এ কয়রার অধিকাংশ মানুষ সুন্দরবনকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে। পাশাপাশি উপকূলীয় এ অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে এই সুন্দরবন। এই বনে ব্যাপক বনজ সম্পদ ও প্রাণবৈচিত্র্য বিদ্যমান রয়েছে। এতে দেশের রাষ্ট্রীয় সম্পদ আজ বিপন্ন। দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষার স্বার্থে সুন্দরবন রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে পরিবেশবাদী সংগঠন সুবজ আন্দোলন সদ্য ঘোষিত কয়রা উপজেলা কমিটি।
অদ্য ইং ২৩ মার্চ ২০২৫ রবিবার সন্ধায় সুবজ আন্দোলনের কয়রা উপজেলার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার এবং মহাসচিব মহসিন সিকদার পাভেল। কমিটিতে এ্যাড. আবুবকর সিদ্দিককে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সহ-সভাপতি প্রভাষক শিহাব উদ্দিন, মোঃ সেলিমুজ্জামান, তারিকুল ইসলাম তুহিন, মোশাররফ হোসেন রাতুল, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাকিম মামুন, মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক, মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আসলাম হোসেন, দপ্তর সম্পাদক আকিবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মোকাররম বিল্লাহ, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-প্রচার সম্পাদক তাহমিদ ফয়সাল, নারী ও শিশু বিষয়ক সম্পাদক হুমাইরা ইয়াসমিন, সহ-নারী ও শিশু বিষয়ক সম্পাদক এজাজুল হক, জেসমিন খাতুন, আইন বিষয়ক সম্পাদক আতাউর রহমান, সহ-আইন বিষয়ক সম্পাদক ইয়াকুব আলী, সাংস্কৃতিক সম্পাদক মাকছুদুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাধন মণ্ডল, আলমগির হোসেন, গোলাম রসুল বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম,সহ-ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব, প্রিয়তোশ মণ্ডল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন রকিব, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জামিল আহমেদ, রবিউল ইসলাম, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-প্রশিক্ষন বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহিনুর ইসলাম, সহ-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ ফয়সাল হোসেন, নির্বাহী সদস্য আসলাম গাজী, নুর হোসেন, কবিরুল ইসলাম, রশিদুল ইসলাম, আবু সাইদ, হিমাংশু মণ্ডল, শরিফুল ইসলাম, রেজাউল ইসলাম, হাবিবুল্লাহ গাজী, আব্দুল্লাহ মামুন, হাফিজুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, ওসমান গনি, আল আমিন, সাব্বির হোসেন প্রমূখ।
নবগঠিত কমিটির সভাপতি এ্যাড. আবুবকর সিদ্দিক বলেন বলেন, সুন্দরবন ও জীববৈচিত্র্য বাঁচলে পৃথিবীতে মানুষ বাঁচবে। সুন্দরবন এবং জীববৈচিত্র্য মানুষের জীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত এবং এটি একটি অবিচ্ছদ্য অংশ। তাই সুন্দর পৃথিবী ও সুন্দর জীবনের স্বার্থে সকলকে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে সুন্দরবনকে বাঁচাতে ও পরিবেশের ভারসাম্য বির্নিমানের অন্যতম রক্ষাকবজ দেশের সুন্দরবন ও জীববৈচিত্র্য রক্ষায় আন্দোলন ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে সুবজ আন্দোলন।
নব গঠিত কমিটির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বলেন, আমাদের সকলের উচিত প্রত্যেকে ১০ টি করে গাছ লাগানো। নদী দূষণ বন্ধ ও সুবজায়ন বৃদ্ধিতে নিয়মিত কর্মসূচি চালিয়ে যাওয়া। সবুজ সমারোহে ভরে উঠুক কয়রা উপজেলাসহ সারা বাংলাদেশ এই আশা ব্যক্ত করেন তিনি। উপজেলা কমিটি অনুমোদন দেওয়ায় সংগঠনের পরিচালনা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদকে কয়রা উপজেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।