ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || খুলনা বিভাগের অসুস্থ, দুঃস্থ ও কর্মচ্যুত সাংবাদিক এবং তাঁদের সন্তানদের মধ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
২৩ শে মার্চ রবিবার দুপুরে যশোর সার্কিট হাউজ মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তার চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম, বিএফইউজের সাবেক সহ-সভাপতি ও দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান রাশিদুল ইসলাম, সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, সাবেক সহকারী মহাসচিব ও দৈনিক মানবজমিনের যশোরের স্টাফ রিপোর্টার নূর ইসলাম, প্রেস ক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের দেশ পত্রিকার যশোর ব্যুরো প্রধান আহসান কবির বাবু।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি ও চ্যানেল আইয়ের যশোর প্রতিনিধি আকরামুজ্জামান এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক ও ৭১ টিভির যশোর প্রতিনিধি এস এম ফরহাদ হোসেনও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমইউজে খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা।
অনুষ্ঠানে যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার অসহায়, দুঃস্থ ও অসুস্থ সাংবাদিকদের মধ্যে চিকিৎসা সহায়তা এবং তাঁদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এম আব্দুল্লাহ বলেন, “গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে দেশের গণমাধ্যমে ব্যাপক পরিবর্তন আসবে। কমিশনের প্রস্তাবনার মধ্যে যেগুলো দ্রুত বাস্তবায়ন সম্ভব, সেগুলো কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কিছু প্রস্তাব বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়ে সংশয় রয়েছে।”
তিনি বলেন, “দেশে নিবন্ধিত পত্রিকার সংখ্যা প্রায় ৩৭০০, কিন্তু নিয়মিত প্রকাশিত হয় মাত্র ৫২টি। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়িত হলে অন্তত দুই হাজার পত্রিকা বন্ধ হয়ে যাবে। কারণ, এই ৫২টি পত্রিকা ছাড়া অন্য কোনো পত্রিকা সরকারি বিজ্ঞাপন পাবে না।”
সাংবাদিকদের সতর্ক করে তিনি বলেন, “আমরা যদি নিজেরা আত্মমর্যাদা রক্ষা করতে না পারি, তবে ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সাংবাদিকদের সত্য প্রকাশে আপসহীন হতে হবে, তবে তা হতে হবে শতভাগ সত্যনিষ্ঠ। কারণ, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করেন।”
তিনি আরও বলেন, “সাংবাদিকতায় স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও জরুরি। দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতার মান বজায় রাখতে হবে। বিগত সময়ে এক শ্রেণির সাংবাদিক ক্ষমতার দালালি করায় পুরো সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। বর্তমান সরকার সাংবাদিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে।”
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।