ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি।। ২৩ শে মার্চ রবিবার, নগরীর অভিজাত খুলনা ক্লাবে জাতীয় নাগরিক পার্টির (এন সি পি) ইফতার মাহফিল বিকাল ৪ঃ০০ টায় অনুষ্ঠিত হয়।
শহিদ পরিবার, আহত মুক্তিযোদ্ধা, জুলাই বিপ্লবে অভ্যুত্থানকারী নেতৃবৃন্দ ও অংশীজনদের সম্মানে খুলনায় ইফতার ও দোয়া মাহফিলে,বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এবি পার্টিসহ রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নগরীর খুলনা ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভাচুয়ালি যোগদান করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এছাড়া অতিথির বক্তৃতা করেন, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম-আহবায়ক তানজীল মাহমুদ, যুগ্ম-সদস্য সচিব ফরিদুল হক, দক্ষিণাঞ্চলের যুগ্ম-মূখ্য সংগঠক মেসবাহ কামাল মুন্না, এনসিপির কেন্দ্রীয় সংগঠক ওয়াহিদুজ্জামান প্রত্যাশা, গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র আশরেফা খাতুন ও সংগঠক মোঃ আমিনুল ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির ( এন সি পি) সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুর রহমান আদীব বলেছেন, যারা রাজনীতি করে তাদের রাজনৈতিক সকল ইচ্ছা অভিপ্রায় ঐ দলের সর্বোচ্চ নেতৃত্বের নিকট কুক্ষিগত থাকে। তারা এমপি হওয়ার স্বপ্ন দেখতে পারে না। তারা শুধুমাত্র নমিনেশন পাওয়া পর্যন্ত দেখে। আমরা রাজনৈতিক দল গুলোর মধ্যেও সংস্কার চাই নতুন বাংলাদেশে। যেখানে ব্যাক্তি জনতার জন্য কাজের মাধ্যমে, সাংগঠনিক ও মেধার ভিত্তিতে জনপ্রতিনিধি হয়ে উঠতে পারে, যেন নমিনেশন বানিজ্য না করতে হয়। নির্বাচনের সময় সন্ত্রাস যেন না হয়। জনগন যেন তার নাগরিক ইচ্ছা অভিপ্রায় প্রকাশ করতে পারে তেমন বাংলাদেশ আমরা গড়তে চাই।
এ সময় তিনি আরো বলেন, আমরা একটি নতুন রিপাব্লিক চাই, নতুন বাংলাদেশ চাই। যেখানে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে গড়ে ওঠেনি।
অর্থাৎ দেশের বিচার, আইন বিভাগ এর মত প্রতিষ্ঠান গুলো বিভিন্ন সরকারের তাবেদারী করে বিরোধী মত গুলোকে দৃন করেছে। আমরা চাই রাষ্ট্র নাাগরিকের অধিকার মর্যাদা প্রদানের ক্ষেত্রে কোন বৈষম্য না করে।
এ সময় ভার্চুয়ালী সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির যুগ্ম আহবায়ক তানজিল মাহমুদ, যুগ্ম আহবায়ক ফরিদুল হক, মুখ্য সংগঠক মেজবাহ কামাল মুন্না, কেন্দ্রীয় সংগঠক ওয়াহিদুজ্জামান, এ সময় আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, কেসিসির সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, আসাদুজ্জামান মুরাদ, জামায়াতে ইসলামের মহানগর সেক্রেটারি এড. জাহাঙ্গীর হোসেন হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন, এবি পার্টির মহানগর সভাপতি সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন,
সাবেক বিএনপি নেতা আরীফুর রহমান মিঠু, জামায়াত নেতা জাহাঙ্গীর আলম, এনসিপির খুলনার সংগঠক আহম্মদ হামীম রাহাত, গণতান্ত্রিক ছাত্র সংসদের নেত্রী আশফিকা খাতুন, মুখপাত্র আমীরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরের আহবায়ক আল শাহারিয়ার।
সভা সঞ্চালনা করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুলনার নেতৃত্বে সাইফ নেওয়াজ, সাজিদুল ইসলাম বাপ্পি, রমজান শেখ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক ও পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর ও জেলার নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক কমিটি খুলনার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।