ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || খুলনায় ২১নং ওয়ার্ড হ্যান্ডলিং শ্রমিকদল নেতা মোঃ কালু হাওলাদারের এর জানাজা আজ ২৪শে মার্চ সোমবার বাদ আছর শেখপাড়া তেতুতলার মোড়ে জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে বসুপাড়া কবরখানায় দাফন করা হবে, নিশ্চিত করেন তার পারিবারিক সূত্র,
জানাজায় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও রাজনীতিবিদ, অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
তথ্য মতে জানা যায়, ২১ নম্বর ওয়াড’ বিএনপির সাবেক সদস্য ও হ্যান্ডলিং শ্রমিক নেতা মোঃ কালু হাওলাদার গত ২০ মাচ’ বৃহস্পতিবার ব্যাবসার উদ্দেশে বাড়ী থেকে হয়ে, দুদিন বাড়ীতে না ফিরলে তাঁর মেয়ে খুলনা থানায় জিডি করে । পরবর্তীতে আইন-শৃঙ্খলা বাহিনী, ডিবি বিষয়টি তদন্ত করে একজনকে গ্রেপ্তার করে গতকাল, আজ সকালে কালিয়া থানার বুড়িখালী খেয়াঘাটে নদীতে তাঁর মরদেহ পাওয়া যায় । তার তার মৃত্যুতে পরিবার ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে ।
জানাজায় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য (খুলনা-২) নজরুল ইসলাম মঞ্জু, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, আসাদুজ্জামান মুরাদ, আরিফুজ্জামান আপু, সহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ, এবং বিএনপি ও শ্রমিক দলের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাবেক সংসদ সদস্য (খুলনা- ২) নজরুল ইসলাম মঞ্জু বলেন, ২১নম্বর ওয়াড’ বিএনপির সাবেক সদস্য ও হ্যান্ডলিং শ্রমিক নেতা মোঃ কালু হাওলাদার এর মৃত্যুর রহস্য উদঘাটন করে, আইন-শৃঙ্খলা বাহিনীর দ্রুত ব্যবস্থা নিয়ে, দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
জানাজার নামাজ শেষে তাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। নিহতের পরিবার ও শুভানুধ্যায়ীরা সাক্ষাৎ শেষে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।