তেরখাদা প্রতিনিধি , খুলনা|| তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে ২৪ ও ২৫ মার্চ তেরখাদা উপজেলার বিভিন্ন স্থানে দিবারাত অভিযান পরিচালনা করে ৮ পিচ ইয়াবাসহ শেখপুরা এলাকার জাকির শেখের পুত্র মোঃ মোরসালিন শেখ ( ২০ ) কে আটক করেন।
এসময় কাবিল মোল্যার পুত্র জাকারিয়া পালিয়ে যায়।
পাতলা এলাকা থেকে রবিউল শেখের পুত্র রুবেল শেখ কে আটক করেন।
এ ছাড়া ২জন জি আর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী, ১জন মাদক ব্যবসায়ী, ১জন সিধেল চোর এবং ধর্তব্য অপরাধের অভিযোগে ৪জন কে আটক করা হয়।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন , তেরখাদা উপজেলার সর্বত্র মাদক জুয়া ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। তিনি বলেন, তেরখাদা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং তেরখাদা বাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশিং অভিযান/কার্যক্রম চলমান থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।