মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর প্রতিনিধি || যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী মানিকিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা।
আটককৃত আসামি বাহাদুরপুর ইউনিয়নের মানিকিয়া গ্রামের মিনাজুল ইসলামের ছেলে সবুজ হোসেন মুন্না (২৯) বুধবার (২৬ মার্চ) ভোরে র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু মাদক ব্যবসায়ী মানিকিয়া গ্রামের এক বাড়িতে গাঁজা মজুদ করেছে এবং তা ক্রয়-বিক্রয়ের পরিকল্পনা করছে। র্যাব সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে অভিযুক্ত বাড়িটি ঘিরে ফেলে। এসময় একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পেছনের রান্নাঘরের ভেতর টিনের ড্রামে লুকানো ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য উনিশ লক্ষ বিশ হাজার টাকা।
র্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রাসেল জানান, আসামি সবুজ হোসেন মুন্না দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে স্বল্পমূল্যে গাঁজাসহ অন্যান্য মাদক সংগ্রহ করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।