এস.এম.শামীম, দিঘলিয়া || খুলনার দিঘলিয়ায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত। ২৬ শে মার্চ দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
শুরুতে সকাল সাড়ে ৮ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সকাল ৯ টায় দেয়াড়া স্থ গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম। এসময় পুষ্পস্তবক অর্পণ কালে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) দেবাংশু বিশ্বাস।
পুষ্পস্তবক অর্পণ শেষ দিঘলিয়া উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, স্কাউটস, ফায়ার সার্ভিস মহড়া ফুটবল টুর্নামেন্ট, শিশু-কিশোরদের বিনোদন,প্যারেড প্যারেট রাউন্ড, শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় তাদের মাঝে পুরুষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো:আরিফুল ইসলাম। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে উপস্থিত ছিলেন
যৌথবাহিনীর কন্টিনজেন্ট লে. কমান্ডার হাসিব, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহিন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি এম শাহ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম খান, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, দিঘলিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ কাইউমুজ্জামান সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ। সহ দিঘলিয়া উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।