সাগর কুমার বাড়ই, তেরখাদা প্রতিনিধি || তেরখাদায় যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন , মুক্তিযোদ্ধা সংসদ , উপজেলা বিএনপি , উপজেলা জামায়াতে ইসলামী , সরকারি নর্থ খুলনা কলেজ , চিত্রা মহিলা ডিগ্রী কলেজ , ইখড়ি কাটেঙ্গা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় , শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান , স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পৃথক পৃথক অনুষ্ঠানমালার আয়োজন করে।
২৬ মার্চ প্রত্যুষে একুশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি , বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান , ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৮টায র দিকে উপজেলা পরিষদের সামনের চত্ত্বরের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৯ টায় ইখড়ি কাটেঙ্গা ফজলুর হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পুলিশ, আনসার ও ভিডিপি , বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ কুচকাওয়াজে অংশ নেয়। সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ’ র সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ বোরহান উদ্দিন আহমেদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ , তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান , মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুর রহমান , উপজেলা কৃষি অফিসার শিউলী মজুমদার , সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান , উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক , বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে চৌধুরী আবুল খায়ের , মোঃ গাউস শেখ , মোঃ শাহাদত হোসেন , নেসার উদ্দিন , আব্দুর রাজ্জাক মোল্লা , লোকমান শেখ ও মোঃ মুজিবর শেখ।
উপজেলা বিএন পি :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে এক মিছিল , পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য চৌধুরী ফখরুল ইসলাম বুলু , উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোঃ রবিউল হোসেন , উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোঃ ইকরাম হোসেন জমাদ্দার , মোল্লা মাহবুবুর রহমান , সরদার আব্দুল মান্নান , মোঃ সাজ্জাদ হোসেন নান্টা ,শরীফ নাঈমুল হক , মোল্লা হুমায়ুন কবির , মোঃ মিল্টন হোসেন মুন্সী , মোল্লা আজিজুর রহমান গাউস , শেখ আজিজুর রহমান আজিবার , কেএম মোস্তাক আহমেদ , মোঃ রবিউল ইসলাম লাখু , মোঃ লালিম শেখ , মোঃ গোলাম মোস্তফা ভুট্টো , এসকে নাসির আহমেদ , মোল্যা কামরুল ইসলাম , মোঃ গোলজার আলম , মোঃ সোহাগ মুন্সী , শামীম আহমেদ রমিজ , সাব্বির আহমেদ টগর , মেহেদী চৌধুরী।
উপজেলা জামায়াতে ইসলামীঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে সকাল সকাল ১১ টার দিকে ইখড়ি কাটেঙ্গা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শেখ হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন , খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্টিত সভায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন ৫ নং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুস সামাদ লিটন , উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ মাহফুজুর রহমান , মধুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা শাহজাহান আলী , মাওলানা রাকিবুল ইসলাম , মাওলানা ইবাদুর রহমান , মাস্টার আহসান হাবিব লুনা , মোঃ মিজানুর রহমান , মুজাহিদুল ইসলাম রাকিব , ডাঃ আঃ আজিজ , শিকদার মাসুদুর রহমান , উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মিল্লাত হোসেন ও আহসান হাবিব টুকু।
সরকারি নর্থ খুলনা কলেজঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি পুষ্প স্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মনিরুল হক মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন কলেজের শিক্ষকমন্ডলী।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন ভাবে ব্যাপক অনুষ্ঠান মালার আয়োজন করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।