ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || ২৬ মার্চ বুধবার, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষ্যে জাগ্রত বাংলাদেশ (জেবিডি) খুলনা মহানগর ও জেলা শাখা নগরীর নিরালার গ্রীন এন্ড কো: রেস্টুরেন্টে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক জনাব এনামুল হক (দৈনিক ইত্তেফাক) এবং সভাপতিত্ব করেন জেবিডি খুলনা মহানগর শাখার আহবায়ক ও জেবিডি খুলনা বিভাগের বিভাগীয় সমন্বয়ক প্রভাষক জনাব বাবু কুমার রায়।
প্রধান অতিথি জনাব এনামুল হক জাতীয় জীবনে বাংলাদেশের স্বাধীনতা দিবসের গুরত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করে ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গনে জাগ্রত বাংলাদেশ (জেবিডি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভাপতি প্রভাষক বাবু কুমার রায় উক্ত অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য সবাইকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।
পাশাপাশি, তিনি তার বক্তব্যে বলেন, জাগ্রত বাংলাদেশ একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ও ২৪ ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের গতি ধরে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে এবং ১০০% মানুষের সমান মর্যাদা ও ন্যায়ের সুবিধার জন্য সারাদেশে ভবিষ্যতে কাজ করে যাবে। যেখানেই অন্যায় হবে, সেইখানেই জাগ্রত বাংলাদেশ প্রতিবাদী কন্ঠস্বর হয়ে শোষিতের পক্ষে কথা বলবে।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেবিডির খুলনা মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব জনাব মো: অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জাগ্রত শ্রমিক বাংলাদেশ এর আহবায়ক জনাব মো: মনিরুজ্জামান মনির, বৈষম্য বিরোধী আন্দোলন-খুলনা মহানগর শাখার যুগ্ম আহবায়ক জনাব মো: নাঈম মল্লিক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ-খুলনা জেলা শাখার সভাপতি মো: রাজু, খুলনার নর্থ ওয়েস্টার্ণ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জনাব শেখ মাহরুফুর রহমান, মোল্লাহাট-বাগেরহাট এর লায়লা আজাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জনাব শেখ শোয়েবুর রহমান ও জৈষ্ঠ প্রভাষক জনাব শেখ আব্দুল জলিল ও খুলনার হিউম্যান হেলথ ফেডারেশন এর সভাপতি জনাব শেখ মো: সিয়াম প্রিন্স। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেবিডি খুলনা মহানগর শাখার যুগ্ম আহবায়ক জনাব সঞ্জয় সরকার ও শুভ চ্যাটার্জি; জেবিডি মহানগর শাখার সদস্য সুমন ভট্টাচার্য, শেখ বেল্লাল হোসেন নাঈম, সৌমেন মল্লিক; বৈষম্য বিরোধী খুলনা মহানগর শাখার যুগ্ম আহবায়ক সাইফ নেওয়াজ; বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, খুলনা মহানগর শাখার সাবেক সভাপতি জনাব সাব্বির রহমান শুভ ও খুলনার দৈনিক জন্মভূমি প্রত্রিকার সাংবাদিক জনাব বাপ্পি খানসহ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাগ্রত বাংলাদেশ এর খুলনা মহানগর শাখার সদস্য সচিব প্রভাষক সুমন কুমার বিশ্বাস।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।