পাইকগাছা (খুলনা) প্রতিনিধি || খুলনার পাইকগাছা পৌরসভার অভ্যন্তরে পৌর নীতিমালা উপেক্ষা করে রাস্তার উপর প্রাচীর নির্মান করায় এক প্রভাষকের বিরুদ্ধে উপজেলা ইউএনওসহ তিনটি দপ্তরে অভিযোগ হয়েছে।
অভিযোগে প্রকাশ, পৌরসভার অভ্যান্তে ৯নং ওয়ার্ডে অবস্থিত বাতিখালীর রাস্তা। স্থানীয়ভাবে ১৭টি পরিবারের শতাধিক লোক ছাড়াও বহু লোক এপথ দিয়ে চলাচল করেন। অধিকাংশ পরিবারই চাকরিজীবি।
রাস্তার পশ্চিম পাশের বাসিন্দা পাইকগাছা সরকারী কলেজের প্রভাষক মাসুদুর রহমান মন্টু রাস্তার উপর প্রাচীর নির্মান করছেন। যা বন্ধ পুর্বক রাস্তার সংকোচিত না করার দাবীতে উপজেলা নির্বাহী অফিসার, পৌর দপ্তর ও থানায় অভিযোগ করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার গাজী রুহুল আমিন ও ব্যাংকার জাহিদুর রহমান গত ১৫ মার্চ এ অভিযোগ করেন। থানা থেকে কোন প্রকার সীমানা নির্ধারণ ছাড়া কাজ বন্ধ রাখে। এরপরও বৃহস্পতিবার ভোর রাত চারটার দিকে কাজ করছে।
এবিষয়ে প্রভাষক মন্টু বলেন, আমি ৬ইঞ্চি জায়গা ছেড়ে আমার জমিতে প্রাচীর নির্মাণ করছি। এখানে অন্যদের কিছু বলার নেই।
পৌর সভার প্রকৌশলী মোঃ নুর আহম্মদ বলেন রাস্তা থেকে ৩ ফুট দুরে প্রাচীর নির্মানের নীতিমালা উপেক্ষা সঠিক নয়।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহেরা নাজনীন বলেন, পৌর নীতিমালা অনুসরণ করে যিনি হোন না কেন তাকে কাজ করতে হবে। জনগণের ভোগান্তি হোক এটা করা যাবেনা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।