এস এম তাজুল হাসান সাদ,স্টাফ রিপোর্টার|| সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম-এর দিকনির্দেশনায় ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ূন করিব মোল্লার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এ সফলতা পায়।
গত ২৭ মার্চ ২০২৫, বিকেল ৪টা ১০ মিনিটে শ্যামনগর থানার গাবুরা গ্রামে অভিযান চালিয়ে প্রথমে সালাউদ্দিন গাজী ও মো. আবু বক্কর সিদ্দিক গাজীকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের অবস্থান শনাক্ত করে পুলিশের একটি বিশেষ টিম পৃথক অভিযান চালিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করে।
১,সালাউদ্দিন গাজী (৩৮), পিতা-মৃত হাসান গাজী, সাং-কাঁকশিয়ালী, থানা-কালিগঞ্জ।২. মো. আবু বক্কর সিদ্দিক গাজী (৫৫), পিতা-আরশাদ আলী গাজী, সাং-চিংড়িখালী (৩নং ওয়ার্ড)।৩. মোস্তাফিজুর রহমান নান্নু (৩৫), পিতা-ইউনুস আলী গাজী, সাং-গাবুরা (২নং ওয়ার্ড)।৪. মো. আতিকুর রহমান সাজু (৩৮), পিতা-মো. আ. গফুর গাজী, সাং-গাবুরা (২নং ওয়ার্ড)।৫. মো. শাহাজাহান গাজী (৩৫), পিতা-মো. ছাকাত গাজী, সাং-৯নং সোরা, থানা-শ্যামনগর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে সাতক্ষীরা ও আশপাশের জেলাগুলোতে মোটরসাইকেল চুরি করে বিক্রি করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা ও অন্যান্য জেলায় একাধিক মামলা রয়েছে।
১সালাউদ্দিন গাজীর বিরুদ্ধে ১৫টি মামলা। ২. মো. আবু বক্কর সিদ্দিক গাজীর বিরুদ্ধে ২৭টি মামলা।৩, মোস্তাফিজুর রহমান নান্নুর বিরুদ্ধে ৩টি মামলা। ৪. মো. আতিকুর রহমান সাজুর বিরুদ্ধে ৩টি মামলা। ৫. মো. শাহাজাহান গাজীর বিরুদ্ধে ৩টি মামলা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা নং-৩১, তারিখ-২৮.০৩.২০২৫, ধারা-৪১৩ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
শ্যামনগর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে এবং মোটরসাইকেল চুরির মতো অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।