ইমরুল ইসলাম ইমন, খুলনার খবর || ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর মহানগর শাখার উদ্যোগে গতকাল শনিবার ২৯ শে মার্চ সুধীজনদের উদ্যোগে বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নগরীর পাওয়ার হাউজ মোড়ে অবস্থিত আইএবি মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি নগর সভাপতি মাহদী হাসান মুন্নার সভাপতিত্বে এবং নগর সাধারণ সম্পাদক মুহাঃ হাসিবুর রহমান শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের মহানগর সহ-সভাপতি শেখ মুহাম্মাদ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন এবং ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ফেরদাউস গাজী সুমন। আরও উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোলা রবিউল ইসলাম তুষার, মোঃ আলফাত হোসেন লিটন, ইঞ্জিনিয়ার এজাজ মানসুর, মোঃ মঈন উদ্দিন, আব্দুলাহ আল মামুন সহ নগর ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুলাহ, নগর নগর সহ-সভাপতি মুহাঃ বনী আমিন, হাবিবুল্লাহ মিসবাহ, আতিক হাসান, শাহাদাত হুসাইন, ওসমান নাদীম, মুহাঃ মাসুম বিলাহ, নাইম হাসান, শেখ শাহরিয়ার নাফিস ও মুহা. ইয়ামিনসহ প্রমুখ।
বক্তারা মাহফিলে রমজানের তাৎপর্য, সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধ অনুসরণের প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি মুফতি আমানুলাহ বলেন, ইসলামী ছাত্র আন্দোলন কেবল একটি সংগঠন নয়, এটি একটি আদর্শিক আন্দোলন, যা সমাজে নৈতিকতা ও ইসলামী চেতনা বিকাশে কাজ করছে। রমজান আমাদের সংযম ও তাকওয়ার শিক্ষা দেয়, যা ব্যক্তি ও সমাজ জীবনে প্রয়োগ করা জরুরি।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ইসলামী আন্দোলনের মহানগর সেক্রেটারি, মুফতি ইমরান হুসাইন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।