ইমরুল ইসলাম ইমন খুলনার খবর ||খুলনায় সন্ত্রাসীদের আড্ডাখানায় পুলিশ, নৌ বাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়েছে। রোববার ৩০ শে মার্চ মধ্যরাতে নগরের সোনাডাঙ্গা থানার আরামবাগ এলাকায় একটি বাড়ি ঘেরাও করে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করেগুলিবর্ষণ করে। এই ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে পুলিশ ৯ জনকে আটক করেছে। ঘটনাস্থল থেকে এ সময় ৫ টি আগ্নেয় অস্ত্র এবং ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গোপন সূত্রে ঐ বাড়িটিতে অজ্ঞত সন্ত্রাসীরা গোপন মিটিং করছিল বলে পুলিশ জানাই।
খুলনা মেট্রোপলিটন পুলিশ সোনাডাঙ্গা থানার সহকারী কমিশনার (এসি) আজম খান এই তথ্য নিশ্চিত করেছেন যে,
গোপন সংবাদ এর মাধ্যমে আমরা জানতে পারি, ঘটনা স্থলে অজ্ঞাত সন্ত্রাসীরা গোপন মিটিং করছে। তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী (পুলিশ) এবং যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে তাদেরকে ঘেরাও করি।
এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা বাহিনী (পুলিশ) উপর গুলিবর্ষণ করতে থাকে, বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ( পুলিশ) আহত হয়েছেন,তাদের কে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে, অভিযান এখন পর্যন্ত চলছে।
বিস্তারিত আসছে…..
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।