ইমরুল ইসলাম ইমন, খুলনার খবর ||৩ রা এপ্রিল খুলনা বিআরটিএ-এর অভিযানে টিকিটের মূল্য বেশী রাখা এবং টিকিটের মূল্য তালিকা না থাকায় ৩ কাউন্টার ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ফুলতলা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিআরটিএ-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবা উদ্দিন। এ সময় টিকিটের মূল্য তালিকা না থাকায় রয়েল-দিগন্ত কাউন্টারকে ২ হাজার, ফাল্গুনী কাউন্টারকে ২ হাজার এবং অতিরিক্ত টিকিটের মূল্য নেওয়ার জন্য রয়েল ও দোলা পরিবহন কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।