পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর||কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে আমার বাংলাদেশ (এবি) পার্টির উদ্যোগে ঈদ পরবর্তী এক গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-তে যোগদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুর উপজেলার ৫ নং মঙ্গলকোট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চুয়াডাঙ্গা গ্রামে ঈদ পরবর্তী ওই গণসংযোগ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (০২ এপ্রিল-২৫) বিকেলে স্থানীয় চুয়াডাঙ্গা বাঁধের মাথা নামক স্থানে গণসংযোগ ও মত বিনিময় সভায় এবি পার্টি উপজেলার আহবায়ক নুরুল ইসলাম রিপন এর সভাপতিত্বে এবং সদস্য রিপন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, এবি পার্টির যশোর জেলা আহবায়ক ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইয়ামিনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এবি পার্টির কেন্দ্রীয় সদস্য ও যশোর জেলার যুগ্ম-আহবায়ক ব্যারিষ্টার মাহমুদ হাসান। ব্যারিষ্টার মাহমুদ হাসান তিনি তার বক্তব্যে কেশবপুর উপজেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও তার সমাধানে এবি পার্টির পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সততা ও নিষ্ঠার সাথে উপজেলার মানুষের সেবা করার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, আমার বাংলাদেশ পার্টি নতুন দল হিসাবে সবসময় জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে রাজনীতি করবে। আমাদের আজকের এই গণসংযোগ ও মতবিনিময় সভার মূল উদ্দেশ্য হলো, আপনাদের কথা শোনা, আপনাদের সমস্যাগুলো জানা এবং আমাদের দলের নীতি ও আদর্শ আপনাদের কাছে তুলে ধরা।” এসময় বিভিন্ন এলাকা থেকে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।