ইমরুল ইসলাম ইমন, খুলনার খবর ||খুলনায় বিআরটিএর অভিযানে টিকিটের মূল্য বেশী রাখা ও টিকিটের মূল্য তালিকা না থাকার জন্য চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২ এপ্রিল) দুপুরে নগরীর রয়েল মোড়ে এই অভিযান পরিচালনা করে বিআরটিএ।
এ সময় টিকিটের মূল্য বেশী রাখায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। টিকিটের মূল্য তালিকা না থাকায় এম আর পরিবহনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এক রুটের কথা বলে টিকিট বিক্রি করে অন্য রুটে গাড়ি চালানোর অভিযোগে সৌদিয়াক ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন নিজে বলেশ্বর পরিবহনের টিকিট কাঁটেন পরিচয় গোপন করে। খুলনা পদ্মা সেতু হয়ে চট্টগ্রাম রুটে ১ হাজার২৬৬- টাকার টিকিট ১ হাজার ৪০০ টাকা রাখা ও টিকিটের মূল্য বেশী রাখায় বলেশ্বর পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, ঈদকে কেন্দ্র করে ঈদের আগে ও পরে টিকিটের মূল্য বেশী রাখা হয়।
এটি বন্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।