আমজাদ হোসেন নওগাঁ ||নওগাঁর মান্দা উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে রহস্যজনকভাবে প্রাণ হারিয়েছেন আব্দু জব্বার।
ঘটনার ৫ দিন পর উপজেলার কশব ইউনিয়নের আফছরের ইটভাটার পূর্ব পার্শে তাল পুকুরিয়া বিলের ধানক্ষেত থেকে তার মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকেরা।
নিহত আব্দুল জব্বার বিভিন্ন কনফাকশন কাজের ভাত রান্না করার কাজ করেন, গত বৃহস্পতিবার রাত্রে ময়মনসিং থেকে বাসায় আসার পর, গত শুক্রবার কসম ভোলা গাড়ি এলাকার বুলবুল নামের এক ব্যক্তির কাছ থেকে ধারের টাকা নিবে বলে বাসায় থেকে বের হয়ে আসে, সারাদিন বাসায় না ফেরার কারণে, শনিবার থেকে খোঁজাখুঁজির পর কোন সন্ধান না পেয়ে, মোঃ রাজ্জাক হোসেনের ছেলে বুলবুল হোসেন সহ সাত আট জনের নামে, মান্দা থানা একটি জিডি করার পরের দিন, তার নিথর দেহ গলিত অবস্থায় পাওয়া যায়।
তবে এই ঘটনায় এক নম্বর অভিযুক্ত বুলবুলের স্ত্রী এবং শাশুড়িকে জিজ্ঞাসা আমাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
নিহত আবদুল জব্বার উপজেলার ১০ নং নুরুল্লাবাদ ইউনিয়নের মো. ফাছের আলীর ছেলে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জব্বার দীর্ঘদিন ধরে স্থানীয় এক ব্যক্তির কাছে কিছু টাকা পাওনা ছিলেন। ঘটনার দিন তিনি পাওনা টাকা চাইতে গেলে আর বাড়ি ফেরেননি।
পরে তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে ৫ দিন পর এলাকাবাসীর ধানক্ষেতে তার গলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।