এস.এম.শামীম, দিঘলিয়া ||দিঘলিয়া উপজেলার চন্দনীমহল সাব স্টেশন সংলগ্ন বালুর মাঠে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনের এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক শ্রমিক নেতা গাজী মোঃ এনামুল হাচান মাসুম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মল্লিক আজিজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী প্রশান্ত কুমার দত্তসহ আরো অনেকে। এ খেলায় অংশ গ্রহণকারী দলগুলোর মধ্যে যমুনা ভাইকিংস, মেঘনা নাইন স্টার্স, পদ্মা টাইডার্স, কপোতাক্ষ গ্লাডিয়েটরস, পাইরেটস অব ভৈরব, ইছামতি ইয়াংগার্স, চিত্রা এক্সপ্রেস, কর্ণফুলী চ্যালেঞ্জারস, রূপসা পাওয়ার অব রোয়ার ও মধুমতি টাইটান্স অংশ গ্রহণ করবে।
ঈদ স্পেশাল ক্রিকেট লীগের ক্রীড়া সংগঠক ও আহবায়ক মোঃ মনিরুল ইসলামের সার্বিক পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মোঃ রুবেল হাওলাদার, মোঃ সবুজ শেখ, মোঃ আব্বাস, চন্দনশীলসহ আরো অনেকে। এ সময় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।