মোঃ আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি ||নড়াইলের লোহাগড়ায় নাশকতা মামলার অন্যতম আসামি লক্ষীপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন চৌধুরী (৬৫)কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার উলা গ্ৰামের চৌধুরী বাংলো মিনি পার্ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত খোকন চৌধুরী লক্ষীপাশা ইউনিয়নের উলা গ্রামের মৃত ঈমান উদ্দীন চৌধুরীর ছেলে ও বাংলাদেশের সুনামধন্য তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠান ব্লু-ড্রীম কোম্পানির মালিক স্বপ্নীল চৌধুরী সোহাগ এর পিতা ।
গত ৯ ডিসেম্বর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক কাজী ইয়াজুর রহমান বাবু ২৯৫ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ৩শ থেকে সাড়ে ৩শ জন আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আসামি করে লোহাগড়া থানায় নাশকতার মামলা দায়ের করেন।
মিজানুর রহমান খোকন চৌধুরীর গ্রেফতার সম্পর্কে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন, নাশকতার একটি মামলায় খোকন চৌধুরীরকে গ্রেফতার করা হয়েছে। এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।