অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি||বাগেরহাটের মোংলায় বাসন্তী পূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন সভাপতি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। একইসঙ্গে তিনি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের দিগরাজ, বুড়বুড়িয়া ও চাঁদপাই ইউনিয়নে কাইনমারীর বাসন্তী পূজা ঘুরে ঘুরে এ শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন তিনি।
এ শুভেচ্ছা ও মতবিনিময় সভা কালে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন সভাপতি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ধর্মীয় পরিচয়ে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি। এবছর আগের চেয়ে আরও বেশি উৎসব মুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব পালিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, আপনাদের পাশে থাকার। তাই আপনারা আপনাদের ধর্মীয় উৎসব গুলো নিরাপদ ও শান্তিপূর্ণভাবে পালন করবেন। যদি কেউ কোনো সমস্যা সৃষ্টি করে তাহলে তাকে প্রতিহত করার ঘোষণা দেন তিনি।
এ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা বিএনপির আহ্বায়ক স,ম ফরিদ, যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তুম আলী, সদস্য সচিব মান্নান হাওলাদার, স্থানীয় বিএনপি নেতা আবু হোসেন পনি ও বাবুল হোসেন রনি প্রমূখ।
সবশেষে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন সভাপতি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম’সহ তার সঙ্গে থাকা নেতৃবৃন্দ বাসন্তী পূজা কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।