মোঃ- জাকির হোসেন,চিফ রিপোর্টার || – নারায়ণগঞ্জের বন্দর থানাধীন লাঙ্গলবন্দে অষ্টমীস্নান পরিদর্শন করেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় ।
মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন মাননীয় ডিআইজি, ঢাকা রেঞ্জ এ কে এম আওলাদ হোসেন ও পুলিশ সুপার, নারায়ণগঞ্জ জনাব প্রত্যুষ কুমার মজুমদার
মাননীয় উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, “আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলিম সবাই আমরা এক, আমরা সবাই এখানে বাংলাদেশি। এখানে পুণ্য স্নানে এসে আপনারা স্নান করে পরবর্তীতে পুণ্যের সাথে জীবন যাপন করবেন।” অতঃপর তিনি পুণ্য স্নানের জন্য বিভিন্ন ঘাট পরিদর্শন করেন এবং লাঙ্গলবন্দ অষ্টমী স্নান ২০২৫ উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন। এবারের পুণ্য স্নান সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় অন্যদের মধ্য আরও উপস্থিত ছিলেন জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বিভাগীয় কমিশনার, ঢাকা; মোঃ সিদ্দিকুর রহমান অতিরিক্ত ডিআইজি(অপারেশনস্), ঢাকা রেঞ্জ, ঢাকা; জনাব মোঃ জাহিদুল ইসলাম মিঞা জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ; সেনা ক্যাম্পের সিও লেঃ কর্নেল আরমিন রাব্বি মেজর আয়াজ কানিজ ফারজানা শান্তা , জেলা আনসার কমান্ড্যান্ট, নারায়ণগঞ্জসহ জেলা প্রশাসন এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।