পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ||নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন, আমার বাংলাদেশ (এবি) পার্টি-তে যোগদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার নিয়ে আমার বাংলাদেশ পার্টির যশোরের কেশবপুর উপজেলায় আহবায়ক কমিটি গঠণ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৪ এপ্রিল-২৫) বিকেলে কেশবপুর শহরের পৌরভবন সংলগ্ন প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে ওই মতবিনিময় সভা হয়।
এবি পার্টির যশোর জেলা যুগ্ন-আহবায়ক কেশবপুরের সন্তান নুরুল ইসলাম রিপন-এর সভাপতিত্বে যশোর জেলা যুগ্ন-সাধারণ সম্পাদক আখতার হুসাইন-এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এবি পার্টির কেন্দ্রীয় সদস্য ও যশোর জেলা শাখার যুগ্ম-আহবায়ক ব্যারিষ্টার মাহমুদ হাসান তিনি তাঁর শুভেচ্ছা বক্তব্যে কেশবপুর উপজেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও তার সমাধানে এবি পার্টির পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সততা ও নিষ্ঠার সাথে উপজেলার মানুষের সেবা করার প্রতিশ্রুতি দেন। প্রধান অতিথির বক্তৃতা করেন, এবি পার্টির যশোর জেলা আহবায়ক ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইয়ামিনুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় সহকারী সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুল কাদের, মঙ্গলকোট সেবা সমাজ কল্যাণ সংস্থার পরিচালক এস, এম কোরবান আলী।
প্রধান অতিথি অধ্যক্ষ ইয়ামিনুর রহমান মতবিনিময়কালে জানান, দল সুসংগঠিত করতে কেশবপুর একটি বলিষ্ঠ কমিটি প্রয়োজন। কেশবপুরে আমার বাংলাদেশ (এবি) পার্টি গঠনের লক্ষ্যে দীর্ঘ আলাপ-আলোচনার পর ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের প্রস্তাব আসে।
এসময় প্রধান অতিথি, এবি পার্টির যশোর জেলা আহবায়ক ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইয়ামিনুর রহমান, কেশবপুর উপজেলা এবি পার্টির আহবায়ক হিসেবে নুরুল ইসলাম রিপন-এর নাম ঘোষণা করলে সর্বসম্মতিক্রমে গৃহিত হয় এবং ৩১ সদস্য বিশিষ্ট কেশবপুর উপজেলা আমার বাংলাদেশ (এবি) পার্টি-এর আংশিক কমিটির নাম প্রকাশ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মহাতাব উদ্দিন সরদার, ইলিয়াজ হোসেন, শাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, বশির উদ্দীন, সিরাজুল ইসলাম, মজিবর রহমান গাজী, ইউনুস গাজী, ইব্রাহীম গাজী, কামরুল সরদার, আব্দুল গফুর সরদার, আনিসুর রহমান গাজী, ইসমাইল গাজী, মিরাজ হোসেন, ফয়সাল আহমেদ, রুহুল আমিন, এনামুল হাসান, জহির হোসেন, হৃদয়, মিঠুন প্রমূখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।