বেনাপোল প্রতিনিধি || ফিলিস্তিনিদের গাজায় ইসরাইলি অগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদে দেশজুড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠা।
শিক্ষার্থীরা রবিবার (৬)ই এপ্রিল জাতীয় প্রেসক্লাব সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এই ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, আগামীকাল সোমবার(৭) এপ্রিল আমরা কোন একাডেমিক কার্যক্রমে অংশ নেবোনা।
তাদের দাবি ইসরাইলি গণহত্যা বন্ধের পাশাপাশি, মুসলিম বিশ্বকে জুড়ালো অবস্থানের আহ্বান জানানো হবে। শিক্ষার্থীদের এই দাবির প্রতি সমর্থন দিয়ে, যশোরের শার্শা উপজেলার দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোলের আশপাশ থেকে ছাত্র জনতা ও সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও শত শথ সাধারণ মানুষ একত্রিত হয়ে, এই বিক্ষোভ কর্মসূচি সফল করতে,
সোমবার (৭)ই এপ্রিল নূর শপিং কমপ্লেক্সের সামনে হতে যশোর বেনাপোলে মহাসড়কে ও বেনাপোল বাজারে একটি বিশাল মিছিল প্রদক্ষিণ করে। মিছিল শেষে বক্তব্যে, বক্তারা বলেন, ফিলিস্তিনের রাষ্ট্রের অস্তিত্ব কখনও বিলীন হবে না। উল্লেখ করে গাজায় যা হচ্ছে এটা সম্পূর্ণ মানবতা বিরোধী যুদ্ধপরাদ। গজা কে নিজেদের দখলে নিতে ইসরাইল এই হত্যাযজ্ঞ চালাচ্ছে।
এ সময় বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহস্র উপজেলা শাখা অবসরপ্রাপ্ত অন্যতম শিক্ষক আব্দুল মান্নান সহ বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
মিছিলে শত, শত সমর্থকরা বাংলাদেশ ও ফিলিস্তিনের জাতীয় পতাকা সহকারে স্বফূর্তভাবে অংশ গ্রহণ করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।