সাগর কুমার বাড়ই , তেরখাদা প্রতিনিধি ||বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখা , তেরখাদার সর্বস্তরের ওলামা মাশায়েখ এবং তৌহিদী জনতার উদ্যোগে ৭ ই এপ্রিল বিকেল সাড়ে ৫ টার দিকে ফিলিস্তিনের গাঁজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি তেরখাদা উপজেলা সদরের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। মিছিল শেষে তেরখাদা সুপার মার্কেটের সামনে তেরখাদা-খুলনা সড়কের উপর সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন ওলামা মাশায়েখ আয়েম্মা পরিষদের সভাপতি ( যশোর জেলা ) মুফতি ফোরকান আহমেদ কাসেমী , তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন , ইসলামী আন্দোলন তেরখাদা উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা ফয়জুল্লাহ , উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্বাস আলী , উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নাহিদ হাসান , উপজেলা খেলাফত মজলিসের সক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিকী , কাটেঙ্গা বাজার কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম মাওলানা রাকিবুল ইসলাম , মাওলানা ওলিউর রহমান সাদ্দাম , মাওলানা আল আমিন হোসেন , মাওলানা আব্দুর রহমান , মাওলানা রজব আলী , মাওলানা আমির হামজা , তেরখাদা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুস সামাদ লিটন ও মাওলানা মারুফ বিল্লাহ।
সমাবেশে এছাড়া তেরখাদার বিভিন্ন এলাকার ওলামা মাশায়েখগণ বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।