মোঃ ইমরান হোসেন বটিয়াঘাটা প্রতিনিধ ||বটিয়ঘাটা উপজেলার ২ নং সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ফিলিস্তিনিদের উপর বর্বর ইসরাইলি হামলার প্রতিবাদে, সোমবার বিকাল পাঁচটার সময় বটিয়াঘাটা বাজার চত্বর থেকে বাসস্টান্ট পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব করেন, সদর ইউনিয়ন জামাতের সভাপতি তরিকুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা নায়েবে আমি হাফেজ মাওলানা আশরাফ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর শ্রমিক কল্যাণ সেক্রেটারি মাহবুব হোসেন মিলন, আব্দুল কাদের গাজী,৩ নং ইউনিয়ন জামাতের সভাপতি হাফেজ ওমর ফারুক, সাবেক ২ নং বটিয়াঘাটা ইউনিয়নের বিএনপির সভাপতি মোল্লা ইমরান আহম্মদ, আব্দুস সামাদ, কাজী মহিবুল্লাহ, ইস্টার্ন মসজিদ ইমাম মাওলানা মিসবাহুর রহমান,থানা মসজিদের ইমাম জাহিদুর রহমান, সহ বিভিন্ন মসজিদ থেকে আগত মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের উপর বরবর হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই,সাথে সাথে ইসরাইলি সকল পণ্য বর্জনের আহ্বান জানাই।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।