জাহিদুল ইসলাম, কয়রা প্রতিনিধি || ফিলিস্তিনের গাজা ও রাফায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে, আমেরিকার মদদপুষ্ট বর্বর ইসরায়েলি হায়েনার উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে ৭ এপ্রিল (সোমবার) সারাদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচির অংশ হিসেবে কয়রা উপজেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রটারি শেখ সাইফুল্লার সঞ্চালনায় বিক্ষোভ মিছিলটি জামায়াতের অফিস মোড় থেকে শুরু হয়ে কয়রা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের মাঠে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিলে তৌহিদী জনতা স্লোগান তোলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবর, বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই।
আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চাই। জায়োনবাদ নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক। গণহত্যা বন্ধ করো, মানবতা রক্ষা করো। ইসরাইলী আগ্রাসন
বন্ধ করো করতে হবে। ফ্রি ফ্রি প্যালেস্টাইন,
ফ্রি ফ্রি গাজা, ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন কর। নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে।
ট্র্যাম্পের দুই গালে, জুতা মারো তালে তালে। ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক। দুনিয়ার মজলুম এক হও,জিহাদ করো। আল-আকসার মিনার ডাকে,
মুসলিম বিশ্ব জিহাদ করো। উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা আবু তাহের, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন, কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম, কয়রা সদর ইউনিয়ন আমীর মুহাঃমিজানুর রহমান, উত্তর বেদকাশী ইউনিয়ন আমীর মাষ্টার নূর কামাল হোসেন, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন আমীর মাওলানা মতিউর রহমান, মহারাজপুর ইউনিয়ন আমীর সাইফুল্লাহ হায়দার, বাগালী ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল হামিদ, আমাদী ইউনিয়ন আমীর মাওলানা শাজ্জাদুল ইসলাম, মহেশ্বরীপুর ইউনিয়ন আমীর আবু সাইদ, শ্রমীক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি মোল্যা শাহাবুদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সামিউল ইসলাম প্রমুখ।প্রধান অতিথি বলেন, আমেরিকার প্রত্যাক্ষ ইহুদীবাদি ইসরাঈল ফিলিস্তিনের গাজা উপাত্যাকায় নৃশংস গণহত্যা ও বোমা হামলা চালিয়ে নিরিহ গাজা বাসিদের হত্যা করছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানায় সেই সাথে বিশ্বো মুসলিম মোড়লদের সমালোচনা করে বলেন তারাকি দেখেনা নিরীহ মুসলমানদের দেহ বোমার সাথে আকাশে উড়ছে।
জাতিসংঘ কি চোখে কালো চশমা পরেছে,ইসরায়েলের রক্তপিপাশু হানাদার বাহিনী নিরীহ গাজা বাসিকে নির্মম ভাবে গণহত্যা করছে তারাকি সেটা দেখেনা।অবিলম্বে গাজা উপত্যাকায় যুদ্ধ বিরতি কার্য্যকর করতে হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।