সাগর কুমার বাড়ই , তেরখাদা প্রতিনিধি , ||খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানিয়া রহমানকে অবশেষে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
গত ২৪ শে মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালকের পক্ষে পরিচালক প্রশাসন ( চলতি দায়িত্ব ) ডাঃ এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত লিখিত আদেশে ০৫ কর্মদিবসের মধ্যে নড়াইল জেলা হাসপাতাল , নড়াইল এর আর ,এম , ও হিসেবে যোগদানের নির্দেশনা দেয়া হয়।
এই প্রজ্ঞাপন জারির ০৫ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা তাঁর দায়িত্ব হস্তান্তর করবেন অন্যথায় ৬ দিনের দিন হতে সরাসরি অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবে।
এদিকে তেরখাদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানিয়া রহমানের চরম দুর্নীতি অনিয়ম ও খামখেয়ালীপনার কারণে তেরখাদা উপজেলার সর্ব স্তরের জনগণ ফুসে ওঠে।
ডাঃ তানিয়া রহমানের বদলি ও শাস্তি দাবি করে মানববন্ধনের মত কর্মসূচি পালন করে তেরখাদার সর্বস্তরের জনগণ।
অবশেবে স্বাস্থ্য অধিদপ্তরের টনক নড়ে। এদিকে তেরখাদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্ট্যান্ড রিলিজের সংবাদ শুনে অনেকে মিষ্টি বিতরণ করেন।
তাঁর বদলি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তেরখাদাবাসী তাঁর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করে। অবশেষে তেরখাদাবাসী স্বস্তি ফেলে। জানা গেছে , তিনি তেরখাদায় যোগদানের পর নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন।
যে কারণে জনসাধারণ ফুসে ওঠে। ভেঙ্গে পড়ে স্বাস্থ্য সেবার মান। তাঁর খামখেয়ালি কর্মকান্ডে অবহেলিত জনগোষ্ঠীর টনক নড়ে।
ফলে তেরখাদাবাসী সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করে।
দুর্নীতিবাজ কর্মকর্তার বদলির আদেশ প্রদান করায় তেরখাদার সচেতন মহল কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।