পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ||কেশবপুরের বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল-২৫ ) সকালে বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাস । সহকারী শিক্ষক সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক রবি শংকর দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদায়ী শিক্ষার্থী তৌফিকা রিতী, ৯ম শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহমান, ৭ম শ্রেণির শিক্ষার্থী অংকন শুভংকর প্রমুখ। উপস্থত ছিলেন, সুশান্ত কুমার মল্লিক, অশোক দাস, নুরুজ্জামান, গোলাম মোস্তফা, মর্জিনা খাতুন, বাসুদেব দাস প্রমূখ।
সদ্য বিদায়ী শিক্ষার্থী তৌফিকা রিতী জানায়, আমরা এ বিদ্যালয়ে পাঁচটি বছর লেখাপড়া করেছি এবং স্যারদের কাছে কত অন্যায়-অপরাধ করেছি। আপনাদের সন্তান হিসাবে আমাদের সকল অন্যায়-অপরাধ ক্ষমা করে দিবেন। আমরা যেন ভালভাবে পাশ করে আমাদের তথা বিদ্যালয়ের সুনাম অর্জন করতে পারি তার জন্য আমাদের দোয়া/আশির্বাদ করবেন।
এক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে কান্নার রোল বয়ে যায়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মৌলভী শিক্ষক আবু জাফর মোঃ আতাউর রহমান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।