মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর প্রতিনিধি ||ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যশোর সদরের হামিদপুর আলহেরা কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার ৭ এপ্রিল কলেজ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম।
বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিন, অধ্যাপক আব্দুল হাকাম, আশরাফ আলীসহ অন্যান্য সিনিয়র শিক্ষকবৃন্দবক্তারা বলেন, “ফিলিস্তিনে শিশু ও নিরীহ মানুষের ওপর ইসরায়েল যেভাবে হামলা চালাচ্ছে, তা বিশ্ব মানবতার জন্য চরম হুমকি।” তারা শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ইসরায়েলি সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।কর্মসূচি থেকে বক্তারা ইসরায়েলি পণ্য বর্জনেরও আহ্বান জানান এবং স্লোগানে স্লোগানে কলেজ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।
এতে শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদের বিপুল উপস্থিতি ছিল।অনুষ্ঠান শেষে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।