মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||নড়াইলের কালিয়া উপজেলার ছিলিমপুর গ্রামে চাঞ্চল্যকর হাসিম মোল্যা হত্যা মামলার সাতজন আসামিকে আটক করেছে র্যাব-৬, সিপিসি-৩, যশোর এবং ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ দল।
মঙ্গলবার (৯ এপ্রিল) গোপালগঞ্জের কাশিয়ানী থানার কালনা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।র্যাব জানায়, নিহত হাসিম মোল্যা (৩৮) ও আসামিদের বাড়ি একই গ্রামে। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক বিরোধ চলছিল।
গত ১৫ মার্চ সকালে হাসিম মোল্যার বাড়িতে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্তরা। হামলায় হাসিম মোল্যা গুরুতর আহত হন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই র্যাব আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে।র্যাবের অভিযানে আটক হওয়া আসামিরা হলেন—মো. ইয়াসিন শেখ (২৮), মো. রাজা শেখ (৫২), মো. রাজুল শেখ (৩৫), মো. রকিবুল মোল্যা (৩২), মো. হায়াত মোল্যা (৫০), মো. পারভেজ মোল্যা (৩০) এবং লাকছু মোল্যা (৩৫)। সকলেই নড়াইল জেলার কালিয়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
একইসঙ্গে মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।