ইমরুল ইসলাম ইমন খুলনার খবর ||নাগরিক আন্দোলন খুলনার সমন্বয়ক ও বিএমএ খুলনার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলমের বাসভবনে যৌথ বাহিনীর তল্লাশীতে সংগঠনের সভায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা করা হয়েছে।
এ তল্লাশীর ফলে এক দিকে যেমন তার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে অন্যদিকে তাকে হয়রানি করা হয়েছে। তার বাসভবনে তল্লাশীর নামে সরঞ্জাম তছনছ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়।
মহল বিশেষে মিথ্যা তথ্যের ভিত্তি এ তল্লাশীতে মূলত তার সম্মান নষ্ট হয়েছে।
বুধবার বিকেল ৫টায় বিএমএ মিলনায়তনে সংগঠনের সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনের সদস্য, কেসিসির সাবেক কাউন্সিলর শেখ কামরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
বক্তৃতা করেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মহসিন, রফিকুল হক খোকন, মোঃ আব্দুল মান্নান শেখ, লোকমান হাকিম, জি এম আব্দুর রব, মোঃ আব্দুস সবুর, কাজী মোতাহার রহমান বাবু, শেখ আবু আসলাম বাবু, কাজী আবুল সউদ, টিপু সুলতান, মাসুম মুনসুর, কবির হোসেন বাবু প্রমুখ।
সভায় বলা হয়, স্বৈরশাসন বিরোধী জুলাই আগস্টের গণতান্ত্রিক আন্দোলনে ডাঃ বাহারের সশরীরে ভ‚মিকা ছিল। গত ৩ আগস্ট বিএমএ’র সামনে সরকার পদত্যাগের দাবিতে নাগরিক আন্দোলনের মানববন্ধনে তিনি নেতৃত্বে দিয়েছেন।
পাশাপাশি শিক্ষকদের পেশাগত সংকট সমস্যা আন্দোলনেও তিনি অগ্রণী ভ‚মিকা রাখেন। সংগঠনের সভায় এ তল্লাশীর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়। তল্লাশীতে শুধুমাত্র তাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
তিনি মানসিক ভাবে আহত হয়েছেন। চিকিৎসক নেতার ভাবমূর্তি ক্ষুণ্নের বিরুদ্ধে বলিষ্ঠ ভ‚মিকা আশা করে সভার বিশিষ্টজনেরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।