আমজাদ হোসেন নওগাঁ || নওগাঁর মান্দায় আত্রাই নদীর জোতবাজার খেয়া ঘাটের নির্মিত ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ কাজে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
২০১৮ সালের ব্রিজের মূল কাঠামোর কাজ শুরু হয় এবং কাজটি শেষ হয় ২০২৪ সালে। এই প্রকল্পের ব্যয় ধরা হয় ১৮ কোটি ৮১ লক্ষ ২৫ হাজার টাকা। পরবর্তীতে ২৭০ মিটার সংযোগ সড়ক নির্মাণ কাজে ৪ কোটি ১৪ লক্ষ টাকা ব্যয় নির্ধারণকরে দরপত্র আহবান করা হয়। এতে ঠিকাদারি কার্যাদেশ পায় মোঃ সোহেল এন্ড এম এস খান ট্রেডার্স জেভি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
তাদের কাছ থেকে কাজটি ক্রয় করেন মেসার্স বাসের আলী সরদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মেহেদী হাসান বাবু। স্থানীয়দের অভিযোগ সংযোগ সড়ক কাজের শুরু থেকেই ব্রিজের ১০০ গজ মধ্যে অবৈধভাবে মাটি কেটে সড়ক নির্মাণ, বালির পরিবর্তে ভরাট মাটি ব্যবহার, এবং ব্লক, পোস্ট (খুঁটি) নির্মাণে নিম্নমানের বালি, পাথর ও রড ব্যবহারের একাধিকবার অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, (সাব-বেস) মধ্যবর্তী স্তরে বালির ও খোয়া রেশিও সমান সমান দেওয়ার কথা থাকলেও বালির পরিমাণ বেশি ব্যবহার করা হয়েছে। এছাড়াও ওয়াটার বাউন্ড ম্যাকাডাম (WBM) কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে।
এতে স্থানীয় সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসব অনিয়মের বিষয়ে সাব-ঠিকাদার মেহেদী হাসান বাবুর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, আপনারা সাইডে গেছেন প্রতিবেদন করেন, পারলে আমিও ঠেকাবো। এ ঘটনায় মান্দা উপজেলা (এলজিইডির) প্রকৌশলী মোঃ আবু সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি সাইডে উপ-সহকারে প্রকৌশল কে পাঠিয়েছে অনিয়ম থাকলে ব্যবস্থা নেয়া হবে।।
এ ব্যাপারে নওগাঁ জেলা (এলজিইডির) নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, আগামী রোববার রাস্তার সাব্-বেস ইন্সপেকশন করা হবে। ডাবলু বি এম করা হচ্ছে কিনা আমার জানা নেই। তবে কোন অনিয়ম থাকলে কাজ রিজেক্ট করে দেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।