ইমরুল ইসলাম ইমন খুলনার খবর ||খুলনা মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে ৪ জুয়াড়িকে আটক করা হয়। গতকাল বুধবার (৯ এপ্রিল) দিনগত রাতে দৌলতপুর থানার বাংলার মোড় এলাকার কাওছার মিয়ার বাড়ি থেকে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ২ সেট প্লেয়িং কার্ড (তাস) এবং নগদ ৪৪ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়।
আটককৃত ৪ জুয়াড়িরা হলো খালিশপুর থানার নয়াবাটি এলাকার মৃত হোসেন শেখের পুত্র হারুন শেখ (৪০), একই এলাকার মৃত মোফাজ্জল গাজীর পুত্র লিটন গাজী (৫৭), চিত্রালী বাজারের মৃত আশরাফ আলী মোড়লের পুত্র নাসির (৪৫) এবং হাউজিং বাজারের মোঃ আবুল খায়েরের পুত্র আবুল হাসনাত ওরফে রুবেল (৪৫)।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।