আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি ||নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে বিএনপি নেতার নির্মাণাধীন বাড়ি থেকে পানি ওঠানোর কাজে ব্যবহৃত একটি মোটর ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হয়েছে। চুরির ঘটনায় ভুক্তভোগী লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
খোঁজ-খবর নিয়ে জানা গেছে, লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো : মোস্তাফিজুর রহমান মোস্তাক সম্প্রতি নিজ গ্রাম তেলকাড়ায় একটি দ্বিতল বাড়ি নির্মাণ করছেন। ব্যবসায়িক কারণে তিনি ঢাকায় অবস্থান করলেও বাড়ির নির্মাণ কাজ দেখভালের জন্য হৃদয় বিশ্বাস নামে একজন কেয়ারটেকার রয়েছেন।
গত বুধবার(৯ এপ্রিল) দিবাগত গভীর রাতে ওই বিএনপি নেতার নির্মাণাধীন বাড়ি থেকে পানি ওঠানোর কাজে ব্যবহৃত একটি মোটর ও বৈদ্যুতিক তারসহ অন্যান্য সরঞ্জাম কে বা কারা চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১১ হাজার টাকা।
চুরির ঘটনার পর নির্মাণাধীন বাড়ির কেয়ারটেকার হৃদয় বিশ্বাস বাদী হয়ে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ‘মটর চুরির ঘটনায় প্রাপ্ত অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।