ইমরুল ইসলাম ইমন,খুলনার খবর ||৯ ই এপ্রিল বৃহঃবার বিকেল ৪ ঘটিকায় জুলাই অভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা শহীদ সাকিব রায়হান এর কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলার সদস্য সচিব সাজেদুল ইসলাম বাপ্পির যাত্রা শুরু করলেন৷
এক প্রশ্নের জবাবে, খুলনার খবর কে তিনি বলেন,
খুলনার পথপ্রান্তরজুড়ে আমরা এনসিপির বার্তা নিয়ে ছুটবো। খুলনার প্রতিটি ঘরে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তো নিশ্চিতে এনসিপির বার্তা পৌঁছে দিবো। এনসিপির হাত ধরেই রচিত হবে এই জনপদের মানুষের মুক্তির গল্প৷
শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারতের মধ্য দিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে এনসিপি’র কার্যক্রম শুরু করলাম। ছাত্র জনতা, সুশীল সমাজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সাবেক আমলা সহ সহস্রাধিক মানুষ আজ এনসিপি’তে যুক্ত হয়েছেন, আগামী দিনে জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে, ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই সংগ্রাম অব্যাহত থাকবে ।
এবং প্রিয় খুলনাবাসী নিকট দোয়া প্রার্থনা করেন।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।